১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্যালাক্সি স্মার্টওয়াচে এআইনির্ভর নতুন একাধিক ফিচার

-

গ্যালাক্সি স্মার্টওয়াচে এআইনির্ভর নতুন একাধিক হেলথ ও ফিটনেস ফিচার নিয়ে আসবে স্যামসাং। সম্প্রতি কোম্পানিটি গ্যালাক্সি স্মার্টওয়াচে অন-ডিভাইস এআই সক্ষমতা আনারও ঘোষণা দিয়েছে। নতুন এ ফিচারগুলোর মধ্যে রয়েছে পার্সোনালাইজড হেলথ স্কোর, হেলথ টিপস, স্লিপ ট্র্যাকিং, অ্যানালাইসিস ও ব্যবহারকারীর স্বাস্থ্য ডাটা অনুসারে ওয়ার্কআউট রুটিন সরবরাহ করা। এ ছাড়া এখন থেকে গ্যালাক্সি ওয়াচ ব্যবহারকারীদের একটি এনার্জি স্কোর দেখাবে, যা ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কে সার্বিক একটি ধারণা দেবে। স্মার্টওয়াচটি ব্যবহারকারীর ঘুমের ধরন, শারীরিক কার্যক্রম, হার্ট রেটের তথ্য থেকে পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে থাকে।
ওয়েলনেস টিপস নামের আরো একটি ফিচার যুক্ত করবে যা ব্যবহারকারীর ফিটনেস ও ডাটা বিশ্লেষণের ওপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেবে।
স্যামসাং জানিয়েছে, তাদের গ্যালাক্সি স্মার্টওয়াচে আগামীতে আরো একাধিক এআই হেলথ ফিচার আনা হবে। আসন্ন জুলাইয়ের ইভেন্টে পূর্বঘোষিত গ্যালাক্সি রিং ওয়্যারেবল সম্পর্কে আরো বিস্তারিত জানাবে বলে ধারণা করছেন প্র্রযুক্তিবিদরা।

 


আরো সংবাদ



premium cement